১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৯

সিরাজগঞ্জে মাদক ও টাকাসহ ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জে মাদকপল্লী হিসেবে খ্যাত মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও নগদ ১০ লাখ টাকাসহ মাদক সম্রাট বুলু শেখ ওরফে কায়েস (৩৫) ও মমতা খাতুনকে (৪৪) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মাহমুদপুর মহল্লার ১নং গলি এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব। আটক মাদক সম্রাট বুলু শেখ ওরফে কায়েস মাহমুদপুর মহল্লার দানেশ শেখের ছেলে ও একই মহল্লার মমতা খাতুন মৃত লিটনের স্ত্রী। রাত ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর থানা মাহমুদপুর (১নং গলি) এলাকায় মনু শেখ ওরফে কায়েসের শ্বশুর আরশেদ বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক সম্রাট বুলু শেখ ও মমতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯০ গ্রাম হেরোইন, ২শ পিস ইয়াবা, ৮টি মোবাইল ফোন ও নগদ ৯ লাখ ৭৫ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলার সদর থানাসহ বিভিন্ন এলাকায় হেরোইন ও ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ১১:২৩ পূর্বাহ্ণ