১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫২

মশা নিধন অভিযানে ১০ হাজার মেডিক্যাল শিক্ষার্থী

 

স্বাস্থ্য ডেস্ক:

রাজধানীতে মশা নিধন অভিযানে নামছেন ১০ হাজার মেডিক্যাল শিক্ষার্থী। শনিবার রাজধানীর সরকার-বেসরকারি সব মেডিক্যাল, ডেন্টাল কলজে, নার্সিং ইনস্টটিউিসহ সব ধরনের প্যারামেডিকেল ইনস্টটিউিট, অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টটিউিট (ম্যাটস্) ও জনস্বাস্থ্য বিষয়ক স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সামাজিক কর্মকান্ডে অংশ নিচ্ছেন।

তারা চিকুনগুনিয়া রোগ নির্মূলে রাজধানীতে এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস ও জনসচতেনা তৈরিতে সাঁড়াশি অভিযান চালাবনে। গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

মহাপরিচালক বলেন, শিক্ষার্থীরা সাদা অ্যাপ্রোন পরে মহানগরীর ৯২টি এলাকায় ঘুরে ঘুরে অভিযান চালাবেন। কার্যক্রম সফল করতে তারা বিভিন্ন মেডিক্যাল কলেজে গত তিন দিনব্যাপী ওরয়িন্টেশন ও প্রশিক্ষণ ক্লাশ নিয়েছেন। ঈদরে ছুটি কাটাতে বাড়ি যাওয়া পিছিয়ে তারা এ কর্মসূচীতে অংশগ্রহণে আগ্রহী হয়েছে।

অভিযান চলাকালীন সময়ে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন ও কাজের সমন্বয় করবেন। শনিবার, ১৭ জুন সকাল ৯টায় বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে মেডিক্যাল শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। শিক্ষক ও অতিথির সহায়তায় তারা দলে বিভক্ত হয়ে অভিযানে নেমে পড়বেন। দুপুর ২টা র্পযন্ত এডিস মশার প্রজননস্থল ধ্বংস অভিযান ও জনসচতেনতামুলক র্কাযক্রমে অংশ নেবেন শিক্ষার্থীরা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ১১:১৭ পূর্বাহ্ণ