২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১৪

পরিমিত বিদ্যুৎ ব্যবহার দেশকে উন্নত করবে : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে, বিদ্যুতের সঠিক ও পরিমিত ব্যবহার আমাদের দেশকে উন্নত করবে। সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহার করে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের এ কৃতিত্বকে স্মরণীয় করে রাখি।

ঈশ্বরদী উপজেলার আওতাপাড়ায় নূরজাহান বালিকা বিদ্যা নিকেতন অ্যান্ড মহিলা কলেজ প্রাঙ্গণে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, সামাজিক আচার অনুষ্ঠান থেকে সব কাজেই বিদ্যুৎ অপরিহার্য। দেশের উন্নয়নে কৃষি, শিল্প, কল-কারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে বিদ্যুৎ অত্যন্ত জরুরি। ঈশ্বরদীতে স্থাপিত শিল্প কারখানা, ইপিজেড, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রতিটি স্থানে বিদ্যুতের চাহিদা ব্যাপক।

‘২০১৯ সালের মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে ঈশ্বরদী ও আটঘরিয়ায় প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন। সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত ঈশ্বরদী ও আটঘরিয়ায় ৫১ হাজার ৩৫৪ কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগ লাইন সরবরাহ করা হয়েছে। এছাড়া সরকার সারাদেশে এক লাখ ৫০ হাজার কিলোমিটার নতুন বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণের পরিকল্পনা নিয়েছে।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপন্থিত ছিলেন

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ১৬, ২০১৭ ৯:৪৬ অপরাহ্ণ