১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

কাল পার্বত্য অঞ্চলের দুর্গত এলাকায় যাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

ভারি বর্ষণের ফলে পাহাড়ধসে মাটিচাপায় ও ঝড়ে গাছ পড়ে রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামে হতাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল যাচ্ছে দুর্গত এলাকায়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতারাসহ পার্বত্য এলাকা পরিদর্শনে যাবেন।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ১৬, ২০১৭ ৯:৪০ অপরাহ্ণ