১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৮

শ্রীমঙ্গলে বিএনপি’র ইফতার মাহফিলে ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পুলিশের উপস্থিতিতেই বিএনপি’র ইফতার মাহফিলে আ’লীগ ও ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার আসর নামাজের পর শ্রীমঙ্গল পূর্বাশা এলকায় হাম হাম রিসোর্টে আয়োজিত বিএনপি’র ইফতার মাহফিলের ঠিক পূর্বে এ হামলা চালায় জানান জেলা বিএনপির সহ-সভাপতি নূরে আলম সিদ্দিকী।  পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের লোকেরা এ কাজ করেছে। ইফতার মাফিলে এমন হামলার তীব্র নিন্দা জানান তিনি।
এ দিকে বিএনপি’র কেন্দ্রীয় নেতা শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী  তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে আর ইফতার হচ্ছে নির্বাচনী একটি বড় প্রচার মাধ্যম। তিনি যাতে প্রচারনা না করতে পারেন তাই প্রতিপক্ষরা হিংসাত্মক হয়ে এ কাজ করছে।
তিনি আরোও বলেন ইফতার মাফিলের জন্য গত কয়েকদিন থেকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জকে বেশ কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুুদুর রহমান জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল নিয়ে ব্যস্ত। তিনি নিজেও মৌলভীবাজারে ইফতার মাহফিলে ছিলেন বলে জানান। তিনি বলেন, আমি শুনেছি তাদের নিজেদের মধ্যেই ঝামেলা আছে। অযথা আমাদের দোষারোপ করছেন ওরা। শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম  বলেন, ওইখানে কার ইফতার মাহফিল ছিলো তা আমরা জানিনা। আমাদেরকে জানানোও হয় নি। তবে এখানে কে বা কারা এসে ঢিল মারছে। অভিযোগ আছে আপনাদের উপস্থিতিতে ওই হামলা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- না এটা সম্পূর্ণ ভুল। আমরা সেখানে ছিলাম না। পরে খবর পেয়ে গিয়েছি। যাওয়ার পর আর কাউকে পাই নাই। এ সময় তাদের ইফতার মাহফিলে নেতাকর্মীদের আসতে দেয়া হয়নি এমন প্রশ্নের জবাবে ওসি বলেন- আমরা সেখানে ছিলাম না। তাহলে কেমনে আমরা তাদেরকে আসতে বাধা দেব।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ৯:৫৩ পূর্বাহ্ণ