১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

না.গঞ্জে বাস খাদে পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি বাস খাদে পড়ে কমপক্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েক যাত্রী। আজ শুক্রবার সকালে সাইনবোর্ডের সাদ্দাম মার্কেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাইনবোর্ডের কাছাকাছি এলাকা ডেমরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা বজলুর রশীদ জানান, সকালে একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। খবর পেয়ে ডেমরা-যাত্রাবাড়ীসহ ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। এ সময় একজনের লাশসহ বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। শেষ হলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৬, ২০১৭ ১০:৩২ পূর্বাহ্ণ