নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ রশিদপুর কামাইছড়ার নামক স্থানে হানিফ, শ্যামিল ও এনা পরিবহনের পাঁচটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রাস্তায় গাছ ফেলে এ ডাকাতির ঘটনা ঘটে।
এসময় ডাকাতরা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, ডাকাতির শিকার বাসগুলোর মধ্যে ছিল ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস, সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস, ঢাকাগামী শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের আরো দুটি বাস ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ দেব। তিনি জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু এর আগেই ডাকাতরা পালিয়ে যায়।
দৈনিক দেশজনতা/এন এইচ