১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৪

রাজবাড়ীতে বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির দলীও কার্যালয়ের সামনে বৃহস্পতিবার উপজেলা বিএনপি বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা মো নাসিরুল হক সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান,পাংশা উপজেলাবিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ এ, আর মাহমুদুল হক রোজেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আডম চুন্নু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লায়ন এ্যাড.আব্দুর রাজ্জাক খান,বিএনপি নেতা ইমদাদুল হক রাকু কাজী,বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা,পৌর বিএনপির সভাপতি এ্যাড.এ,এস শাহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী মন্ডল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল,যুগ্ন সাধারণ সম্পাদক মনছুর আলী মন্টু,বিএনপি নেতা ফজলুল হক টুকু,ছাত্রদল নেতা আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় পাংশা-কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন। বক্তরা আগামী ঈদের পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেওয়া কর্মসূচী নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান একই সাথে সকল নেতা কর্মীকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানান। আলোচনা শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন পাংশা শাহজুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবু মুসা আশয়ারী। এসময় বিএনপির অসংখ্য নেতা কর্মী দোয়া ও ইফতারে শরীক হন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৬, ২০১৭ ১০:২৪ পূর্বাহ্ণ