২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪০

সাতক্ষীরায় নারী জামাতের ১৩ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার তালা উপজেলায় গোপন বৈঠককালে অভিযান চালিয়ে নারী জামায়াতের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিয়াদাহ গ্রামের মাজেদ গাজীর স্ত্রী জামায়াত নেত্রী রাহাতুন সুলতানার বাড়িতে চলমান বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার মাগুরা ইউনিয়ন জামায়াতের আমির জাহানারা বেগম, সেক্রেটারি সুফিয়া বেগম, দপ্তর সম্পাদক রাহাতুন সুলতানা, আনোয়ারা বেগম, মর্জিনা খাতুন, মাছুরা বেগম, শেফালী বেগম, মারুফা খাতুন, মরিয়ম খাতুন, শিরিনা বেগম, ডলি সুলতানা, নুর হাজান খাতুন ও রওশানারা বেগম।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াদাহ গ্রামের মাজেদ গাজীর স্ত্রী নারী জামায়াতের দপ্তর সম্পাদক রাহাতুন সুলতানার বাড়িতে নাশকতার পরিকল্পনাকালে অভিযান চালানো হয়। এ সময় নারী জামায়াতের ১৩ নেতা-কর্মীকে আটক করা হয়।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১৫, ২০১৭ ৪:০৪ অপরাহ্ণ