১৫ই ডিসেম্বর, ২০২৫ ইং | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৪৩

গুয়েতেমালায় ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৫

অনলাইন ডেস্ক :
মেক্সিকোর সীমান্তবর্তী পশ্চিম গুয়েতেমালায় বুধবার (১৪ জুন) ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গুয়েতেমালা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে। ভূমিকম্পের ফলে দেয়াল ধসে দুই জন নিহত হয়েছে। এছাড়া ভিন্ন তিনটি স্থানে তিনজন নারী আতঙ্কিত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ মারা গেছেন। ভূমিকম্পটি আরো মারাত্মক আকার ধারণ করতে পারত। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, স্থানীয় ঘরবাড়ি মোটামুটি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং কয়েকটি স্থানে ভূমিধসের ফলে মহাসড়ক বন্ধ হয়ে গেছে। গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ১৫, ২০১৭ ৪:২৫ অপরাহ্ণ