১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

রাজধানীতে ছিনতাইকারী ও অজ্ঞানপার্টির ২১ জন আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে ঈদকে সামনে রেখে তৎপরতা বেড়েছে ছিনতাইকারী ও প্রতারক চক্রের। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের মধ্যে ২১ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে অজ্ঞান ও মলম পার্টি ১৫ জন এবং ৬ জন ছিনতাইকারী।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে খেজুর,  টেবলেট, চাকু ও ২টি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১৫, ২০১৭ ৩:০৯ অপরাহ্ণ