১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

এবার ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত

আন্তর্জাতিক ডেস্ক :

বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামছে রবার্ট মুয়েলারের নেতৃত্বাধীন বিশেষ কাউন্সিল। ট্রাম্প তার বরখাস্তকৃত নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত বন্ধ করার চেষ্টা করেছিলেন কিনা তা জানতে কাউন্সিল জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করবে।

বুধবার প্রথমে ওয়াশিংটন পোস্ট এ সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করে। এরপর নিউ ইয়র্ক টাইমস ও ওয়ালস্ট্রিট জার্নালও সূত্রের বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে এফবিআইয়ের তদন্ত দেখভাল করছেন মুয়েলার। ট্রাম্প অবশ্য তার নির্বাচনী শিবিরের সঙ্গে রুশ যোগাযোগের বিষয়টি প্রথম থেকেই অস্বীকার করে আসছেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এতোদিন ধরে ফ্লিনের বিষয়ক তদন্তে রুশ যোগাযোগের বিষয়টিতে বেশি মনোযোগ দেওয়া হচ্ছিল। তবে এবার মুয়েলার ট্রাম্পের ভূমিকা নিয়ে তদন্ত করতে চাইছেন, যা তদন্ত কাজের একটি বড় টার্নিং পয়েন্ট।

অজ্ঞাত ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ড্যানিয়েল কোটস, জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান মাইক রজার্স এবং রজার্সের সহকারী রিচার্ড লেজেটের সাক্ষাৎকার নেওয়ার ব্যাপারে তদন্তকারীরা ঐক্যমতে পৌঁছেছেন। চলতি সপ্তাহেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে। এ ব্যাপারে হোয়াইট হাউজের কোনো তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ট্রাম্পের আইনজীবী দল এ তথ্য ফাঁসকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১৫, ২০১৭ ১:৫৪ অপরাহ্ণ