২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০৯

৩১তম ফোবানা সম্মেলনের হোটেল বুকিং শুরু

“মানবতার জন্য ঐক্য” এই স্লোগান নিয়ে যুক্তরাষ্ট্রের মায়ামিতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ফোবানার ৩১তম সম্মেলন।

‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার’ আয়োজনে আগামী ৬ থেকে ৮ অক্টোবর কলম্বাস ডে উইকেন্ডে তিন দিনব্যাপী এই সম্মেলন ফ্লোরিডা অঙ্গরাজ্যে মায়ামি শহরের হায়াত রিজেন্সি হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে।

এদিকে সম্মেলনকে সামনে রেখে হোটেল বুকিং শুরু হয়েছে বলে জানিয়েছেন ৩১তম ফোবানা সম্মেলনের কনভেনার এম রহমান জহির ও সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ।

প্রতিদিন ডিসকাউন্ট মুল্য ১৪৯ ডলারে এই হোটেল বুকিং চলবে ৩১ শে আগস্ট পর্যন্ত। অনলাইনেও রয়েছে হোটেল বুকিংয়ের সুবিধা। এই লিংকে )ড়া টেলিফোন ৩০৫-৩৫৮-১২৩৪ নম্বরে কল করে রির্জাভেশনের জন্য “BANGLADESH ASSOCIATION OF” এই কোডটি প্রদান করতে হবে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হোটেল বুকিং দেওয়া যাবে ১৬৯ ডলার মুল্যে। তবে অক্টোবরে হোটেল বুকিংয়ের জন্য দিন প্রতি ২০০ ডলারের উপরে গুনতে হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সম্মেলনের কনভেনার এম রহমান জহির জানিয়েছেন, সম্মেলন উপলক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সম্মেলনে অংশগ্রহণে আগ্রহীদের দ্রুত হোটেল বুকিং দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

ফ্লোরিডার মায়ামীতে অনুষ্ঠিতব্য ৩১তম ফোবানা সম্মেলনে সকল প্রবাসীকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছেন স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ এমরান, কনভেনার এম রহমান জহির, সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ, লিয়াঁজো কমিটির প্রধান আতিকুর রহমান ও প্রধান উপদেষ্ঠা মাহফুজুর রহমান।

 

প্রকাশ :মে ৬, ২০১৭ ৩:৫৭ অপরাহ্ণ