১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৩

বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয় সৌদিতে

অনলাইন ডেস্ক

সৌদি আরবের রিয়াদে সামসুল আলম দুলাল (৫০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

সামসুল আলম দুলাল চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পটিকখিরা গ্রামের আবুল হোসাইনের ছেলে।

দুলালের নিকটাত্মীয় কামরুজ্জামান জানান, হঠাৎ করে দুলাল ব্রেইন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে রিয়াদের আল ওবায়েদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

সামসুল আলম দুলাল দীর্ঘ ২৭ বছর ধরে সৌদি আরবে আছেন। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে আছে জানান কামরুজ্জামান।

দুলালের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

প্রকাশ :মে ৬, ২০১৭ ৩:৫১ অপরাহ্ণ