২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২৮

নিহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক:
 অতিবৃষ্টিতে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে পাহাড় ধসে শতাধিক মানুষের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ। এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়েছে সংসদের পক্ষ থেকে। বুধবার (১৪ জুন) সকালে অধিবেশনের শুরুতে সংসদের পক্ষ থেকে পাহাড়ধসে ব্যাপক প্রাণহানিতে শোক জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, তিন জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। উদ্ধারকাজের সময় সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ চার সদস্য নিহত হয়েছেন। তারা হলেন-মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মো. তানভীর সালাম শান্ত, করপোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মো. শাহ আলম। স্পিকার বলেন, যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। আর যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।
দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ২:৫১ অপরাহ্ণ