১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৫

ইসলামী ব্যাংক শাহজাদপুর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

গতকাল মঙ্গলবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শাহজাদপুর শাখার উদ্দ্যোগে ব্যাংক মিলনায়তনে “তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা”শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আজাদ রহমান। প্রধান আলোচক ছিলেন, মুফতী মাওলানা মোঃ আব্দুর আহাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোঃ সাইদুল ইসলাম। বক্তাগন বলেন,কুরআন নাজিলের মাসে তাকওয়া অর্জনের পাশাপাশি একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হবে। সেই সাথে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় সবাইকে শামিল হতে বক্তাগণ গ্রাহক ও সুধীদের আহ্বান জানান।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ১:৫৮ অপরাহ্ণ