১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি খুন

দৈনিক দেশজনতা ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবারও দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মোস্তাফিজুর রহমান (৪৮)। গত সোমবার সকালে ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে নিজ বাড়ির সামনে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতাল নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে এবং তদন্ত চলছে।  মোস্তাফিজুর রহমানের বাড়ি জামালপুর জেলায়। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা নিয়ে ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে বাস করতেন। মোস্তাফিজুর পেশায় ট্যাক্সিক্যাব চালক। তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।  উল্লেখ্য, সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় দুর্বৃত্তের গুলিতে ও হামলায় এ নিয়ে তিন বাংলাদেশি প্রাণ হারালেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ১২:৫৮ অপরাহ্ণ