২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:০৩

রেডিও শোনার অ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

অনেকেই এফএম রেডিও শুনতে পছন্দ করেন। কিন্তু আধুনিক অনেক স্মার্টফোনেই রেডিও থাকে না। তাদের জন্য দরকারি একটি অ্যাপ রয়েছে গুগল প্লেস্টোরে, নাম বাংলা টিউন।

অ্যাপটির উল্লেখযোগ্য ফিচার হচ্ছে—চ্যানেল লিস্ট থেকে যেকোনো চ্যানেলে ক্লিক করলেই তা চালু হয়, অন্য অ্যাপের মতো খুব বেশি বিরক্তিকর বিজ্ঞাপন নেই, দেশের সব এফএম শোনার সুবিধা, ভারতের জনপ্রিয় বাংলা এফএম শোনার সুবিধার পাশাপাশি বিশ্বের জনপ্রিয় বাংলা এফএম ও অনলাইন রেডিও শোনার সুবিধা আছে এতে।

এ ছাড়া ব্রেকিং নিউজ অ্যালার্ট, খেলার আপডেট পাওয়া যাবে এতে।

অ্যাপটি ডাউনলোডের লিংক https://goo.gl/5mB3vu।

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ১২:৩৬ অপরাহ্ণ