২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:১৬

বিদেশে চমক দিতে পারছেন না মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:

চমক দিয়ে শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু ক্যারিয়ারের এক বছর যেতে না যেতেই ইনজুরি। বোলিংয়ে অনেকখানি ধার হারিয়েছেন বাঁ-হাতি এই পেসার। আবার সফলও হচ্ছেন। কিন্তু বিদেশের মাটিতে যেন খেই হারাচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার। তার স্বীকারোক্তি, বিদেশের মাটিতে কাটারের কার্যকারিতা পাচ্ছেন না। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি নিতে থাকা মুস্তাফিজ বলেছেন, ‘উন্নতির কোনো শেষ নেই। আমার কাটারগুলো দেশের মাটিতে বেশি কার্যকর। এখানে (ইংল্যান্ড) খুব বেশি কাজ হচ্ছে না, কিন্তু আমি এখনও চেষ্টা করে যাচ্ছি।‘

ওয়ানডে ক্যারিয়ারের অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন মুস্তাফিজ। পরের ম্যাচে নিয়েছিলেন ছয় উইকেট। প্রথম ১০ ম্যাচে সবমিলিয়ে ২৮ উইকেট। কিন্তু এই মুহূর্তে সেই মুস্তাফিজকে খুঁজে পেতে হলে স্মৃতি হাতড়ানো ছাড়া উপায় নেই। শেষ ১০ ম্যাচের আট ইনিংসে পেয়েছেন ১১ উইকেট, যার মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি চার উইকেটের ইনিংস। কিন্তু বোলিং পারফরম্যান্সের ধারটা ধারাবাহিক রাখতে পারছেন না বলেই আক্ষেপ ‘দ্যা ফিজ’ এর কন্ঠে। তবে আবারও আত্মবিশ্বাসী মুস্তাফিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে প্রতিপক্ষ ভারত বলেই আশাবাদী এই বাঁ-হাতি। অভিষেক সিরিজে বিরাট কোহলিদের বিপক্ষে তার তোপ বারবার ফিরিয়ে আনার রদস যোগাবে তাকে। সাংবাদিকদের বললেন, ‘আমরা সেমিফাইনালে পৌঁছে গেছি। সবাই অনেক ভালো করেছে। ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে সবাই অনেক আত্মবিশ্বাসী। আমি নিজেও ভালো করতে চাই। আশা করছি, আমাদের পক্ষেই থাকবে সবকিছু।‘ ভারত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবসবময় আমার ভাবনাটা মাঠে বাস্তবায়ন করার চেষ্টা করি। অনেক বেশিকিছু নয়, আমি শুধু নিজের সেরা বোলিংটা করতে চাই।‘ বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় খেলা শুরু হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ১২:৩৩ অপরাহ্ণ