নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে হাবিবুর রহমানকে (১২) নামে এক বাংলাদেশি কিশোরকে ধরে নেয়ার প্রায় ১৩ ঘণ্টা পর বিজিবি-বিএসএফএর পতাকা বৈঠক শেষে ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার শিউটি সীমান্তের ৯৪৩/৪ এস আর্ন্তজাতিক পিলার এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে দীর্ঘ সময় ধরে পতাকা বৈঠক হওয়ার পর বিজিবির কঠোর প্রতিবাদের মুখে রাত ৮টা ১৭ মিনিটে কিশোর হাবিবুরকে বিজিবির হাতে তুলে দিতে বাধ্য হয় বিএসএফ। জানা গেছে, ১৩ জুন সকাল ৯ টার দিকে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর গ্রামের আজিজুল হকের ছেলে কিশোর হাবিবুরসহ তার কয়েকজন বন্ধু গাভীর ঘাস সংগ্রহের জন্য বের হয়। তারা ভূলবশত ভারতের শিউটি সীমান্ত সংলগ্ন এলাকায় গেলে ৪২ বিএসএফ ব্যাটালিয়নের শিউটি ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশি কিশোরদের সীমান্তে দেখে তাদের ধরতে ধাওয়া করে। বিএসএফের ধাওয়ায় অন্যরা পালিয়ে আসলেও কিশোর হাবিবুরকে ধরে ফেলে বিএসএফ। তাকে সীমান্ত থেকে ক্যাম্পে নিয়ে আটকে রাখে বিএসএফ। বাংলাদেশি কিশোরকে ধরে নেওয়ার খবর কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানির বিজিবি জানতে পারলে বাংলাদেশি কিশোরকে ফেরত চেয়ে বিজিবি বিএসএফকে চিঠি দেয়। প্রথম দফার পতাকা বৈঠকে বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএসএফ বাংলাদেশি কিশোরকে ফেরত দেওয়ার ব্যাপারে টালবাহানা করে। এতে বিজিবি ক্ষিপ্ত হয়ে এক বাংলাদেশি কিশোরের বদলে ২০ ভারতীয় নাগরিক ধরা হবে। এমন হুশিয়ারি বিএসএফের কাছে উচ্চারণ করলে বিএসএফ বাংলাদেশি কিশোরকে রাত ৮টা ১৭ মিনিটে বাংলাদেশি কিশোর হাবিবুর রহমানকে ১৩ঘণ্টা পর বিজিবির হাতে তুলে দেয়। এ ঘটনার সত্যতা স্বীকার করে কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আউয়াল উদ্দীন আহমেদসংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশি কিশোরকে ফেরত দিতে আমরা বিএসএফকে আল্টিমেটাম দিলে কিশোরকে ফেরত দিতে বাধ্য হয় বিএসএফ। এব্যাপারেবিএসএফকে কঠোর প্রতিবাদ পত্র পাঠানো হবে বলেও জানান তিনি।
দৈনিক দেশজনতা/এন এইচ