২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২৯

মির্জা আলমগীরের নামে ভুয়া ফেসবুক আইডি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

মঙ্গলবার বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে বলা হয়, কোন ব্যক্তি বা মহল বিএনপি মহাসচিব মহোদয়ের নাম, ছবি ও মোবাইল নম্বর ব্যবহারের মাধ্যমে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়মিতভাবে বিভিন্ন বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত লেখা বা ছবি পোস্ট করছে, যার সাথে বিএনপি মহাসচিবের কোন ধরনের সম্পৃক্ততা নেই। এটি করা হচ্ছে শুধুমাত্র তাঁকে বিব্রত করার উদ্দেশ্য নিয়ে।

যারা এ ধরনের অপকর্মের সঙ্গে লিপ্ত রয়েছেন তাদেরকে তা অবিলম্বে বন্ধ করার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ১৩, ২০১৭ ৯:২৫ অপরাহ্ণ