নিজস্ব প্রতিবেদক:
‘নাগপঞ্চমি সাপ’ পরিচয় প্রদানকারী হিরন শিকদার নামে এক প্রতারকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে বরিশালের আদালত। একইসঙ্গে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বরিশালের উজিরপুর আদালতের বিচারক মো. ফারুক হোসাইন এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ‘নাগপঞ্চমি সাপ’ নাম পরিচয়ধারী প্রতারক হিরন সিকদার উজিরপুর উপজেলার হারতা গ্রামের মৃত লালমিয়া সিকদারের ছেলে। এছাড়াও এ মামলার অপর সাজাপ্রাপ্ত হলেন ওই গ্রামের বুদ্দিস্বর দাসের ছেলে বিমল দাস। আদালতের বেঞ্চসহকারী আলিম হোসেন জানান, সাজা প্রাপ্ত আসামী হিরন সিকদার কৌশলে মেয়ে কন্ঠ ব্যবহার করে নিজেকে ‘নাগমঞ্চমি সাপ’ নামে পরিচয় দিতো। এভাবে প্রতারণার আশ্রয় নিয়ে মামলার বাদি রুয়েন চক্রবর্তীকে ভয়ভীতি দেখিয়ে লক্ষাধিক টাকা আত্মসাত করেন। একপর্যায়ে ‘নাগপঞ্চমি সাপ’ পরিচয় নিয়ে সন্দেহ হয় বাদির। এরপর খোঁজ নিয়ে জানতে পারেন ওই ‘নাগমঞ্চমি সাপ’ নামধারী হলেন পার্শবর্তী মৃত লাল মিয়া সিকদারের ছেলে হিরন সিকদার। তাকে সহযোগীতা করতো একই এলাকার বিমল দাস নামে আরেক প্রতারক। এ ঘটনায় ২০১২ সালের ৪ জুলাই উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন প্রতারণার শিকার রুয়েন চক্রবর্তী। একই বছরের ৩১ জুলাই উপরোক্ত দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন উজিরপুর থানা পুলিশ। আদালতের বিচারক সাক্ষ্য প্রমাণ শেষে উল্লেখিত রায় প্রদান করেন।
দৈনিক দেশজনতা/এন এইচ