১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১১

এশিয়ার তিন দলই সেমিতে

স্পোর্টস ডেস্ক:

এশিয়ার ক্রিকেট কতটা এগিয়েছে, তার নজির হয়ে থাকছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতোমধ্যে গ্রুপপর্ব শেষ হয়েছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে বিদায় করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চারটি দল। অবাক হলেও এই চার দলের তিনটিই এবার এশিয়া মহাদেশের, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। শেষ চারের অন্য দলটি আয়োজক দেশ ইংল্যান্ড। আগামীকাল বুধবার কার্ডিফে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। এই আসরে এখন পর্যন্ত ইংল্যান্ড হারেনি। অন্যদিকে গ্রুপপর্বে ভারতের কাছে শোচনীয় হারের পরও ঘুরে দাঁড়িয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান।  পরের দিন বৃহস্পতিবার এজবাস্টনে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। ভারত ফেভারিট হিসেবেই শেষ চারে জায়গা করে নিয়েছে।  বাংলাদেশও দারুণ পারফর্ম করে সেমিফাইনালে উঠে বিস্ময় ছড়িয়েছে। অবশ্য ২০১৫ বিশ্বকাপ থেকেই মাশরাফির নেতৃত্বে ওয়ানডেতে অন্য রকম দল বাংলাদেশ।  সেবার কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বিতর্কিত ম্যাচে বিদায় নেয় বাংলাদেশ। এরপর বেশ কয়েকটি ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ এবার সেমিফাইনালে উঠে ধরে রেখেছে উন্নতির ধারা। আবার মুখোমুখি হচ্ছে সেই ভারতের। ফলাফল যাই হোক, এশিয়া থেকে যে কোনো একটি দল এবার ফাইনাল খেলছে।  শেষ চারে এশিয়ার তিন দল- ক্রিকেট-দুনিয়া প্রথম দেখে ২০১১ বিশ্বকাপে। ওয়ানডের বিশ্বকাপের সেই আসরে উপমহাদেশ থেকে শুধু বাংলাদেশই ছিল না শেষ চারে। পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা খেলেছিল।   ছয় বছর পর আইসিসির আরেকটি ওয়ানডে টুর্নামেন্টে ২০১১ বিশ্বকাপ সাফল্যের পুনরাবৃত্তি করল উপমহাদেশের দলগুলো। শুধু শ্রীলঙ্কার জায়গায় এসেছে বাংলাদেশ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৩, ২০১৭ ১২:৪৯ অপরাহ্ণ