নিজস্ব প্রতিবেদক:
সামাজিক সুরক্ষার কৌশল হিসেবে উচ্চমূল্যের সঞ্চয়পত্র বিক্রি করে বাজেট ঘাটতি মেটানোর চর্চা থেকে সরে বিকল্প উপায় বের করতে বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সম্প্রতি প্রকাশিত আর্টিকেল ফোর মিশনের বাংলাদেশের অর্থনীতি পর্যালোচনার চূড়ান্ত প্রতিবেদনে এই পরামর্শ দিয়েছে ওয়াশিংটনভিত্তিক এই সংস্থার পরিচালনা পর্ষদ।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য আয়ের দেশে উন্নীত হতে হলে বাংলাদেশকে বিনিয়োগ বাড়াতে হবে এবং বিধি প্রণয়নের চর্চা ও প্রতিষ্ঠানিক সংস্কার আনতে হবে। সেক্ষেত্রে দেশের অব্যবহৃত ব্যাপক সঞ্চয়ের সুযোগ ব্যবহার করে দীর্ঘ মেয়াদে পুঁজিবাজারের উন্নয়ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
“সরকারি বাজেটে অর্থায়নের উৎস হিসেবে উচ্চ ব্যয়ের জাতীয় সঞ্চয়পত্রের ওপর ক্রমবর্ধমান নির্ভরতা কমিয়ে ফেলতে পরামর্শ দিয়েছে পরিচালনা পর্ষদ।
গত মার্চে দুই সপ্তাহের ঢাকা সফর শেষে ব্রায়ান এইটকেনের নেতৃত্বে আইএমফ মিশনের পর্যালোচনার ভিত্তিতে গত বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করে আইএমএফ।
দৈনিক দেশজনতা/ এমএইচ