২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৩২

সিসির সঙ্গে গোপনে সাক্ষাৎ ইসরাইলের প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক:

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা আইজ্যাক হার্জগ।

মিশরের রাজধানী কায়রোতে গত বছরের ওই সাক্ষাতে ‘আঞ্চলিক শান্তি প্রক্রিয়া’ নিয়ে আলোচনা করা হয়েছিল।

ওই গোপন সাক্ষাতের খবরটি সোমবার প্রকাশ করে ইসরাইলের প্রভাবশালী পত্রিকা ‘হারেজ’।

এ ধরনের গোপন সাক্ষাৎ নিয়ে ওই সময় ইসরাইলি পত্রিকায় বেশ লেখালেখি হয়। তখন ধারণা করা হয়েছিল- আইজ্যাক হার্জগের জায়নিস্ট ইউনিয়নকে বাগে আনতে চাচ্ছিলেন নেতানিয়াহু।

কিন্তু ওই সাক্ষাতে সত্যিকার কী হয়েছিল সেটার বিবরণ জানা যায়নি। এনিয়ে ইসরাইলি বা মিশরীয় কর্তৃপক্ষকে কোনো ধরনের মন্তব্য করতেও দেখা যায়নি।

গত বছর সিসি, জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে নেতানিয়াহু আরেকটি গোপন বৈঠক করেন। জর্ডানের আকাবার রেড সি রিসোর্টে সেই গোপন বৈঠকটি হয়েছিল।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১২, ২০১৭ ৯:১৯ অপরাহ্ণ