৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১৫

ঘুরতে নিয়ে গিয়ে প্রেমিকাকে গণধর্ষণ

নিজস্ব প্রতিবেদক:

‘প্রেমের ফাঁদে ফেলে’ নবম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার ফরিদপুর শহরের আলীপুরে বর্বরোচিত ওই ঘটনাটি ঘটে।

নির্যাতিতার ছোট বোন জানায়, তার বাবা আবদুল সাত্তার আরেকটি বিয়ে করে বোয়ালমারীতে থাকেন। তার মা তাদের দুই বোনকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। মা হোটেলে কাজ করে অনেক কষ্টে তাদের পড়াশোনা চালান।

স্থানীয় অপু নামের বখাটে যুবক তার বোনের সঙ্গে ‘প্রেমের অভিনয় করে’ রোববার ঘুরতে যাওয়ার কথা বলে নিয়ে যায়। আলীপুর রেললাইনের কাছে নিয়ে অপু তার পরিচিত ৭-৮ জনকে নিয়ে তার বোনের ওপর পাশবিক নির্যাতন চালায়।

নির্যাতিতার ছোট বোন আরো বলেন, পরবর্তিতে তার বোন গুরুতর অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে বাসায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার মা। চিকিৎসকরা সেখান থেকে তাকে ফরিদপুর ট্রমা সেন্টারের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করে।

এ ঘটনায় দুজনকে আটক করেছে ফরিদপুর র‍্যাব-৮। আটক দুজন হলো- আলীপুর এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে সাব্বির (১৯) ও নিজাম শিকদারের ছেলে উজ্জ্বল শিকদার (২৬)।

আটক দুজনই এলাকায় বখাটে হিসেবে পরিচিত এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১২, ২০১৭ ৯:২৭ অপরাহ্ণ