১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২২

বৃষ্টি ও যানজটে ভোগান্তিতে রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক:

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে রাজধানীতে যানজটের সৃষ্টি হওয়ার ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। বিশেষ করে অফিসগামী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। সকাল থেকে চলতে থাকা যানজট বিকালে আরো তীব্র হওয়ার আশঙ্কা করছে ট্রাফিক পুলিশ। সময় নিয়ে গন্তব্যে রওয়ানা দিলেও ঠিক সময় পৌঁছানো যাচ্ছে না বলে বলছেন ভুক্তভোগীরা।

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ নিম্নচাপে রূপান্তরিত হয়ে ইতোমধ্যে তা স্থলভাগে উঠে এসেছে। এর প্রভাবে রোববার রাত ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় শুরু হওয়া বৃষ্টিপাত সোমবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে।

রাজধানীতে সকালের অফিসযাত্রার সময়ের যানজট বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে ব্যাপক আকার ধারণ করে।

বৃষ্টিতে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনের রাস্তায় পানি জমার কারণে এই পথের যানজট বলে জানান পথরারীর।

রাস্তায় পানির কারণে আউট গোয়িংয়ে (বহির্গমন) বাজে অবস্থা। এভাবে চলতে থাকলে বিকালে যানজট আরো তীব্র হতে পারে।

রাস্তায় পানির কারণে শান্তিনগর, রূপসি বাংলার মোড়, মগবাজার ও মৌচাকের রাস্তায়ও যানজট তৈরি হয়েছে।

মগবাজার থেকে তেজগাঁও এলাকার দিকে গাড়ি ধীর গতিতে যাচ্ছে; কিন্তু তেজগাঁও থেকে গাড়ি প্রায় স্বাভাবিকভাবে গুলিস্তানের দিকে আসছে।

রামপুরা থেকে গুলিস্তান আসতে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি সময় লেগেছে বলে জানিয়ে সাইদুর রহমান জিদনি নামে এক ব্যক্তি বলেন, মৌচাক বাজারে অনেক দোকানেই পানি উঠতে দেখেছেন তিনি।

গুলিস্তান থেকে গাবতলী মুখী সড়কেও ধীরগতিতে চলছে যানবাহন।

আর উত্তরা থেকে মহাখালী রাস্তার প্রায় পুরোটাই যানজটের কবলে পড়েছে। এপথে কাওলা থেকে খিলক্ষেত পর্যন্ত রাস্তায় পানি জমে গাড়ি চলছে ধীরগতিতে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১২, ২০১৭ ৭:৩৫ অপরাহ্ণ