১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৫

তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেনি পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও নিন্দার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ।

সোমবার মামলাটিতে গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ প্রতিবেদন দাখিলের জন্য ২৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
২০১৫ সালের ২০ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ দণ্ডবিধির ১২৩ (ক) ধারায় ঢাকা সিএমএম আদালতে তারেক রহমানের বিরুদ্ধে সরকারের অনুমতি নিয়ে প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে ওই বছরের ৮ নভেম্বর তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
তারেক রহমানের লেখা একটি বইয়ে প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রতি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তিনি ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর লন্ডনের ইয়র্ক হলে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘শেখ মুজিব বঙ্গবন্ধু নয়, তিনি ছিলেন পাক বন্ধু। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন পাকিস্তানের নাগরিক। এ ছাড়া তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন না বরং তিনি ছিলেন হত্যাকারী।’
এসব অভিযোগে ২০১৪ সালের ১৯ অক্টোবর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ওরফে মশিউর মালেক মামলাটি দায়ের করেন।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১২, ২০১৭ ৬:১০ অপরাহ্ণ