১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৬

আওয়ামী লীগের উন্নয়নে ঢাকা এখন দুর্যোগের নগরী: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের উন্নয়নের রোশনাইয়ে ঢাকা শহর এখন প্রকৃতপক্ষেই ‘আরবান ডিজস্ট্যার’ বা শহুরে দুর্যোগের নগরীতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির আকাশ ছোঁয়া মূল্য অন্যদিকে মশার ব্যাপক বিস্তার এখন ঢাকা শহরে মহাবিপর্যয় সৃষ্টি করেছে। দেশ-বিদেশের নানা নামের ভাইরাস জ্বরে এখন আক্রান্ত ঢাকাসহ দেশবাসী। জ্বরের প্রকোপ এতো বেশী হয়েছে যে ঢাকা মহানগরীতে তা মহামারীরুপ ধারণ করেছে। মহাদুর্ভোগের মধ্যে দিনযাপন করতে হচ্ছে নগরবাসীকে। ঢাকা এখন সত্যিকার অর্থেই ‘আনফিট ফর হিউম্যান হ্যাবিটেশন’।

সোমবার রাজধানীর নয়াল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব অভিযোগ করেন।

বিএনপির এই নেতা বলেন, উন্নয়নের একটি নমূনা হচ্ছে-রাজধানীর বেহাল রাস্তাঘাট। সামান্য বৃষ্টিতেই গোটা ঢাকা শহর যান চলাচলে নিশ্চল ও নিস্তব্ধ হয়ে পড়ে, মানুষ ঘর থেকে বের হতে পারছে না। এই পবিত্র রমজান মাসে এক অমানবিক দু:সহ পরিস্থিতির মধ্যে বাস করছে ঢাকাবাসী।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তিস্তার পানি আনতে ব্যর্থ হয়েছেন, দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যের সীমাহীন উর্দ্ধগতির কারণে মানুষের আহারের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছেন, রমজান মাস ও ঈদের প্রাক্কালে চাঁদাবাজী, ছিনতাই নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন, অসহায় মানুষকে বিপদে ফেলে ঈদ মওসুমে পুলিশের অবাধ চাঁদাবাজী আটকাতে ব্যর্থ হয়েছেন, সীমাহীন লুটপাটের কারনে প্রকৃত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী তাঁর অনর্গল লাগামহীন একতরফা অসত্য, কুৎসামূলক ও অশালীন বক্তব্য প্রদানে ব্যর্থ হননি। এ বিষয়ে তিনি চ্যাম্পিয়ন।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১২, ২০১৭ ৭:৪৩ অপরাহ্ণ