১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৪৪

এক ট্রাকে ৬৪ জনের লাশ

আন্তর্জাতিক ডেস্ক : মোজাম্বিকের উত্তর-পশ্চিমের টেটে অঞ্চলে ৬৪ জনের লাশ পাওয়া গেছে।মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মালাওয়ি থেকে একটি ট্রাকে করে অবৈধ অভিবাসী নিয়ে যাওয়া হচ্ছিল। টেটের মাসাকানা ব্রিজে ট্রাকটি আটক করা হয়। ট্রাকের কার্গো কন্টেইনারে ৬৪ জনের লাশ পাওয়া গেছে। এদের সবাই অভিবাসী।

দেশটির কর্মকর্তারা জানান, ধারণা করা হচ্ছে অভিবাসীরা শ্বাসরোধে মারা গেছে। ওই ট্রাকে ১৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেঁচে যাওয়া অভিবাসীরা জানান, তারা ইথিওপিয়ান এবং দক্ষিণ আফ্রিকার অভিমুখে যাচ্ছিল।

ইতোমধ্যে ওই ট্রাকের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুইজনেই মোজাম্বিকের নাগরিক।

প্রকাশ :মার্চ ২৫, ২০২০ ১২:৪৫ অপরাহ্ণ