১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:২০

দেশে করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ জননে দাঁড়িয়েছে। তবে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জনই রয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি জানান, নতুন কোনো রোগী আক্রান্ত হয়নি। মারা যাওয়া ব্যক্তি বিদেশ থেকে আসা একজনের সংস্পর্শে ছিলেন। এ পর্যন্ত ৭৯৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় হটলাইনে কল এসেছে ২৭৩০টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ৮২ জনের। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি।

সেব্রিনা জানান, মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তিনি একটি জেলা হাসপাতলের আয়োজনে ছিলেন, পরবর্তীতে তাকে ঢাকায় আনা হয়। বুধবার পর্যন্ত আইসোলেশন এ রয়েছে ৪৭ জন।

প্রকাশ :মার্চ ২৫, ২০২০ ১২:৪০ অপরাহ্ণ