১৭ই এপ্রিল, ২০২৫ ইং | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:০২
ব্রেকিং নিউজ

‘বাজারে নিত্যপণ্য পর্যাপ্ত মজুত রয়েছে’

সচিবালয় প্রতিবেদক : বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ‘বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। কেউ গুজবে কান দেবেন না। কেউ আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কিনবেন না।’

বুধবার (১৮ মার্চ) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সকল প্রকার পণ্যের মজুত ও সরবরাহ এবং মূল্য পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ কমাতে স্কুল-কলেজ বন্ধ হয়েছে একারণে আতঙ্কিত হয়ে অনেকে জিনিসপত্র বেশি কিনছেন। সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ থাকায় পাইকারি বাজারে কোনো দাম বাড়েনি। খুচরা বাজারে বেশি বিক্রি হওয়ায় কিছুটা দাম বেড়েছে।’

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রকাশ :মার্চ ১৮, ২০২০ ২:৫১ অপরাহ্ণ