১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৩

ঢামেকের চার চিকিৎসক-দুই নার্স কোয়ারেন্টাইনে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চারজন চিকিৎসক ও ২ নার্সকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ  তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢামেকে চিকিৎসাধীন ছিল এমন চারজনের পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে। এরপর আমরা ওই চার রোগীর সংস্পর্শে যে চার চিকিৎসক এবং ২ জন নার্স গিয়েছেন তাদের আপাতত হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছি।

আইইডিসিআর’র তথ্য মতে, বুধবার সকাল পর্যন্ত দেশে ১০ জন করানো রোগীর শনাক্ত হয়েছে। এছাড়া গাজীপুরেও একজনের শরীরে করোনার ভাইরাস পাওয়া গেছে বলে স্থানীয় সিভিল সার্জন গণমাধ্যমকে জানিয়েছেন।

 

প্রকাশ :মার্চ ১৮, ২০২০ ২:৪০ অপরাহ্ণ