১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৮

আগাম বন্যায় পানির নীচে পাকা ধান

সিরাজগঞ্জ প্রতিনিধি:
উজান থেকে আসা পাহাড়ি ঢল আর বর্ষনে সৃষ্ট আকষ্মিক বন্যার পানিতে শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন স্থানে প্রায় ৫’শ একর জমির পাঁকা ধান তলিয়ে গেছে। অস্বাভাবিক পানি বৃদ্ধিতে কৃষকেরা পাঁকা ধান কেটে ঘরে তোলার আগেই তাদের বুকভরা স্বপ্ন  ম্লান হয়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্থ কৃষকদের বুকজুড়ে হাহাকার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, গত ক’দিন হলো অকস্মাৎ উপজেলার যমুনা, করতোয়া, বরাল, গোহালা, ধলাই ও চাকলাই নদীর পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়ে উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে। যমুনা নদীর পানি ঢুকে পড়ায় উপজেলার জামিরতা, চর পেরজনা, বড় বাচড়া, চর বাচড়া, বাশুরিয়া, ভূল বায়রা, হাটবায়রাসহ বিভিন্ন স্থানের প্রায় ’৫শ একর জমিতে রোপিত পাকা ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। এছাড়া পোতাজিয়া ও কায়েমপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের বিভিন্ন স্থানে রোপিত পাকা ধানে বানের পানিতে মই পড়েছে। অনেক স্থানে কৃষকেরা পানির মধ্যে নেমে তলে যাওয়া ধান কাটার ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন। শ্রমিক সংকটের ফলে কৃষকেরা তড়িঘড়ি করে ধান কেটে ঘরে তুলতে পারছে না। এতে তাদের অবর্ণনীয় আর্থিক ক্ষতি সাধিত হয়েছে বলে তারা জানিয়েছে।ফলশ্রুতিতে তাদের মধ্যে হা-হুঁতাশ বেড়েছে।

এদিকে শাহজাদপুর উপজেলার অনেক স্থানেই এখনও জমিতে ধান আধা পাকা রয়ে গেছে। এখনও ২ সপ্তাহ লাগবে এসব ধান কাটতে। আকষ্মিক বন্যার ফলে শাহজাদপুর উপজেলার ক্ষতিগ্রস্থ্য কৃষকদের আর্তনাদে ভারি হয়ে উঠছে আকাশ। ক্ষতি কিভাবে পুষিয়ে নেবে তা জানেনা কৃষকেরা। ধানের পাশাপাশি খড়ও পচে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক কৃষকই ধান বিক্রি করে সেচ মেশিনের বিল পরিশোধ করার কথা থাকলেও তাঁদের চোখে মুখে এখন শুধুই হাতাশা বিরাজ করছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১১, ২০১৭ ৭:২৬ অপরাহ্ণ