নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় পৃথক ঘটনায় দুই জন খুন হয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামে ছেলের হাতে বাবা খুন এবং একই উপজেলার ভারুয়াখালিতে দাবিকৃত যৌতুকের ১ লাখ টাকা না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার পাষন্ড স্বামী।
পুলিশ ও এলাকাবাসি জানায়, সাতক্ষীরায় ছেলের কাছে পাওনা টাকা চাওয়ায় পিতা আকবর মিস্ত্রি (৬০ )কে পিটিয়ে হত্যা করেছে ছেলে সালাম মিস্ত্রি।
শনিবার রাতে পিতাকে পিটিয়ে আহত করার পর রোববার ভোরে তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরের নামাজের পর পিতা আকবর আলী ছেলে সালাম মিস্ত্রীর কাছে পাওনা টাকা চায়। এ সময় বাপ-বেটার মধ্যে কথাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ছেলে বাঁশের লাঠি দিয়ে পিতা আকবর মিস্ত্রীকে বেদম মারপিট করে আহত করে। রক্তাক্ত পিতাকে স্থানীয়ভাবে চিকিৎসা করানোর পর রোববার ভোর ৬ টার দিকে তিনি মারা যান।
রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতল মর্গে প্রেরণ করা হয়েছে। ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
অপরদিকে আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের কংকাবতী (৩৮) নামের এক গৃহবধুকে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যা করেছে তার পাষন্ড স্বামী বিজন মোন্ডল (৪৪)।
রোববার ভোররাতে এ ঘটনাটি ঘটে। বিজন মোন্ডল পেশায় একজন জেলে। নিহত গৃহবধু কংকাবতী আশাশুনির বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের অনিলকৃষ্ণ মন্ডল এর মেয়ে।
দৈনিক দেশজনতা /এমএম