১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৩

গাঁজাসহ এক যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের মাদক সম্রাট কবির মিয়ার বাড়ী থেকে ৫ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

১১ জুন রোববার সকাল সাড়ে ১০টার দিকে এক যুবক গাঁজার বান্ডেল বহন করে মাদক ব্যবসায়ী কবিরের বাড়ীতে যাওয়ার পর এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঐ যুবককে গাঁজাসহ হাতেনাতে  আটক করেন। আটককৃত যুবকের নাম জসিম উদ্দিন (৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ধজানগর গ্রামের ফজলু মিয়ার ছেলে।

শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন বলেন, জসিম উদ্দিন স্থানীয় অপর মাদক ব্যবসায়ীর কাছে গাঁজা বিক্রি করছিল মর্মে গোপন সংবাদ পেয়ে কবিরের ঘরের সামনে থেকে ৫ কেজি গাজাঁসহ এলাকাবাসীর সহযোগিতায় হাতেনাতে তাকে আটক করা হয়েছে। ঘটনার সময় কবির ও তার স্ত্রী মাজেদা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

মাদক সম্রাট কবিরের নামে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এর আগেও কয়েকবার কবিরকে গাজীপুর ডিবি পুলিশ গ্রেপ্তার করেছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১১, ২০১৭ ৭:১৪ অপরাহ্ণ