১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের নান্দাইলে ১২১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মাদক ব্যবসায়ী আচারগাঁও নাথপাড়া গ্রামের পিন্টু নন্দী, রাজগাতী খালপাড় গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে এমদাদুল হক লিটন ও মাহমুদুল হাসানের ছেলে জুনায়েদ হাসান।

রোববার বিকেলে মাদক মামলায় আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকালে অভিযান চালিয়ে উপজেলার রাজগাতী ইউপির কালীগঞ্জ বাজার সংলগ্ন ব্রীজ থেকে তাদেরকে ১২১ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১১, ২০১৭ ৭:১০ অপরাহ্ণ