২৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪২

ইতালি থেকে আসা ১৪২ জন হজ ক্যাম্প কোয়ারেন্টাইনে

ইতালি থেকে আসা ১৪২ বাংলাদেশিকে স্বাস্থ্য অধিদফতরের হেফাজতে রাখা হয়েছে।  শনিবার (১৪ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আশকোনা হজ ক্যাম্প কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এর আগে সকাল সাড়ে ৮টায় ইতালির ভেনেতো রিজিওন থেকে ভেনিস এয়ারপোর্ট হয়ে এমিরেটসের ইকে ৫৮২ ফ্লাইটে করে আসে এসব বাংলাদেশি।

বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, ইতালি থেকে আসা বাংলাদেশিদের মধ্যে প্রাথমিকভাবে কারও শরীরে জ্বর বা করোনার কোনো লক্ষণ দেখা যায়নি।  যেহেতু তারা আক্রান্ত দেশ থেকে এসেছেন সেজন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মইনুল হাসান জানান, ১৪২ জনকে হজ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।  তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ছেড়ে দেওয়া হবে।  এরপর তারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন।  সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা প্রয়োজন মনে করলে সরকারি কোয়ারান্টাইনে রাখবেন।

করোনার কোনও লক্ষ্মণ না থাকলেও দেশের বাইরে যে কোনও যায়গা থেকে ফেরত আসা ব্যক্তিদের ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে সরকার।  এখন পর্যন্ত ১৪৫ দেশ ও অঞ্চলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।  আক্রান্ত হয়েছে এক লাখ ৪৫ হাজার মানুষ।  এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭২ হাজার ৫৩১ জন।  তবে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে শুক্রবার (১৩ মার্চ) রাত পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫ হাজার ৪৩৬ জন।

চীনের পর সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত হয়েছে ইতালিতে।  এ পর্যন্ত দেশটিতে সাড়ে ১২শর বেশি মানুষের মৃত্যু হয়েছে।  শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় রেকর্ড আড়াই শতাধিক ব্যক্তির মৃত্যু হয়।  এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ইউরোপকে বৈশ্বির মহামারির কেন্দ্রবিন্দু ঘোষণা করা হয়েছে।

প্রকাশ :মার্চ ১৪, ২০২০ ১২:১২ অপরাহ্ণ