১৮ই এপ্রিল, ২০২৫ ইং | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:৪০
ব্রেকিং নিউজ

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এসময়, ফেডারেল সরকারকে ৫০ বিলিয়ন মার্কিন ডলার জরুরি সাহায্য তহবিল দেওয়ার ঘোষণা দেন তিনি।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ হাজার ৭০১ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী পাওয়া গেছে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে নিহত হয়েছে ৪০ জন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ইতোমধ্যে এ রোগ ছড়িয়ে পড়া রোধে জনসমাবেশ, খেলাধুলা এবং স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রকাশ :মার্চ ১৪, ২০২০ ১২:০৮ অপরাহ্ণ