১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৯

মডেলদের নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন ওমর সানি

বিনোদন প্রতিবেদক : মাঝে মাঝেই খবরের কাগজে দেখা যায়—মাদকসহ ধরা পড়েছেন মডেল। কিন্তু বাস্তব অর্থে এসব মেয়েদের অধিকাংশই নামে মাত্র মডেল কিংবা অভিনেত্রী। অপরাধ করে ধরা পড়লে তারা মডেল পরিচয় দেয়। আদৌ এসব মেয়েরা মডেলিং করে না। মডেলিং একটি সম্মানজনক পেশা। কিন্তু এ পেশাকে ছোট করা হচ্ছে বলে দাবি করেছেন ওমর সানি।

এদিকে আজ সকালে ওমর সানি তার ফেসবুক পোষ্টে লিখেন—‘আজব এক দেশ বাংলাদেশ, বেশ্যাকে বলে মডেল, জুয়াকে বলে ক্যাসিনো, ঘুষকে বলে সেলামি, সুদ হলো ইন্টারেস্ট, সন্ত্রাসী হলো বড় ভাই।’

এই স্ট্যাটাসের ব্যাখ্যা করে ওমর সানি বলেন, ‘ঘুষের বেলায় কেউ কথা বলে না, সুদের বেলায় কেউ কথা বলে না, সন্ত্রাসের বেলায় কেউ কথা বলে না। মডেলিং একটি সম্মানের পেশা। কোনো একটি বাজে মেয়েকে গ্রেপ্তার করা হলে তারা তখন নিজেকে মডেল বলে পরিচয় দেয়। কথায় কথায় উদাহরণ দেওয়া হয়—নায়িকা, মডেল। এটারই আমি প্রতিবাদ জানাচ্ছি। আমাদের জগতে যে অন্ধকার নেই তা বলছি না। তার চেয়েও ভয়াবহ অন্ধকার বাইরের জগতে রয়েছে। আমি এটাই বলতে চেয়েছি।’

ওমর সানি দেখতে দেখতে ক্যারিয়ারের ৩০টি বসন্ত পার করেছেন। ‘লাট সাহেবের মেয়ে’, ‘দোলা’, ‘কে অপরাধী’, ‘গরীবের রানী’, ‘হারানো প্রেম’সহ বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।

প্রকাশ :মার্চ ১২, ২০২০ ৫:২৯ অপরাহ্ণ