১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৮

ওষুধে ভরসা ইন্দোনেশিয়ার, সিঙ্গাপুরে বন্ধ সব মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধে ইন্দোনেশিয়ার কয়েক হাজার মসজিদে জীবাণুনাশক ছিটানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এছাড়া সিঙ্গাপুরে পাঁচদিন সব মসজিদ বন্ধ থাকবে৷

ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় মসজিদ ইস্তেকবালেও করোনাভাইরাস রুখতে ওষুধ ছিটানো হয়েছে। এই মসজিদে দশ হাজারের বেশি মানুষ নামাজ পড়তে পারেন।দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোসহ বেশ কয়েকজন মন্ত্রী মসজিদে ওষুধ ছিটানোর সময় উপস্থিত ছিলেন।

দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব এলাকায় করোনা ছড়ানোর আশঙ্কা রয়েছে সেসব এলাকার মসজিদে জীবাণুনাষক ছিটানো হবে। নির্দিষ্ট সময় পরপর এই কার্যক্রম চালানো হবে।

দেশটির ধর্মমন্ত্রী সাধারণ মানুষকে হাত মেলানো, গালে চুমু দেওয়া, কোলাকুলি করা এবং শারীরীক স্পর্শ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে সিঙ্গাপুরের সব মসজিদ পাঁচদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ধর্মীয় পাঠদান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

প্রকাশ :মার্চ ১৪, ২০২০ ১২:১৫ অপরাহ্ণ