সচিবালয় প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগী ভালো আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘করোনা ভাইরাস ও হাম-রুবেলা টীকা প্রদান’ সংক্রান্ত বিষয়াদি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জাহিদ মালেক বলেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী ভালো আছেন। কোয়ারেন্টাইনে যারা আছেন সবাই অসুস্থ নয়। কোয়ারেন্টাইনে রাখা দুজনকে পরীক্ষা করা হয়েছে। তারা করোনায় আক্রান্ত নয়।
তিনি বলেন, প্রবাসীদের প্রয়োজন ছাড়া দেশে আসার প্রয়োজন নেই। আসলে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার (১১ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে এ ঘোষণা দেয় সংস্থাটি।