১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৬

সৌদিতে আরও ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে আরও ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৫ এ পৌঁছেছে। এদের মধ্যে এক জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

নতুন ২৪ আক্রান্তের মধ্যে দুজন সম্প্রতি ইরাক থেকে এসেছেন। এদের মধ্যে ১২ বছরের এক শিশু রয়েছে। শিশুটি করোনাভাইরাস প্রাদুর্ভূত দেশ ইরান থেকে ফেরা তার দাদার সংস্পর্শে এসেছিল। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে এক মিশরীয়ও রয়েছেন। তিনি মিশর থেকে সৌদিতে আসা করোনাভাইরাস আক্রান্ত এক পর্যটকের সংস্পর্শে এসেছিলেন।

প্রকাশ :মার্চ ১২, ২০২০ ৪:২৭ অপরাহ্ণ