১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৫

চোখের জলে বাবাকে বিদায় দিলেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার স্বনামধন্য অভিনেতা সন্তু মুখার্জি গতকাল বুধবার সন্ধ্যায় মারা গেছেন। তিনি জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির বাবা।

বুধবার রাতেই সন্তু মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠিত হয়। রাত এগারোটার দিকে গলফগ্রীনের বাড়ি থেকে ক্যাওড়াতলা মহাশ্মশানের দিকে এই অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হয়। শেষযাত্রায় বাবাকে বিদায় জানাতে গিয়ে প্রায় কান্নায় ভেঙে পড়েন স্বস্তিকা।

এছাড়া এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। একাধিক ধারাবাহিক ও সিনেমায় এই অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী মানালী মণীষা দে। স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘কত বড় মাপের অভিনেতা, কিন্তু কিছু ভুল হলে কী সুন্দর শিখিয়ে দিতেন। খুব মজার মানুষ ছিলেন।’

অভিনেত্রী অপরাজিতা আঢ্য বলেন, ‘বহু দিন ধরে অসুস্থ ছিলেন জানি, কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবিনি। প্রচুর শিখেছি ওনার কাছ থেকে। আমাকে খুব স্নেহও করতেন।’

মাত্র ২৪ বছর বয়সে রুপালি জগতে পা রাখেন সন্তু মুখার্জি। ১৯৭৫ সালে প্রখ্যাত পরিচালক তপন সিনহার ‘রাজা’ সিনেমার মাধ্যমে তার সিনেমায় অভিষেক ঘটে। এরপর ‘সংসার সীমান্তে’, ‘হারমোনিয়াম’, ‘গণদেবতা’, ‘দেবদাস’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘প্রেম বন্ধন’, ‘বিদ্রোহী’, ‘পরশমণি’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি ‘কুসুমদোলা’, ‘জলনূপুর’ ‘ইষ্টিকুটুম’, ‘অন্দরমহল’ টিভি সিরিয়ালেও তাকে দেখা গেছে। গত বছর ‘সাঁঝবাতি’ সিনেমায় শেষবার বড় পর্দায় হাজির হন তিনি।

প্রকাশ :মার্চ ১২, ২০২০ ২:৪৫ অপরাহ্ণ