১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৯

বেশি দামে মাস্ক বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাস্ক বিক্রি ও পণ্যের রশিদ না দেওয়ায় রাজধানীর গুলশান, বনানী ও মহাখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এ সময় তিন ফার্মেসিকে ২৫ হাজার জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে গুলশান-১, ২, বনানী ও গুলশান এলাকায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন ডিএনিসিসর নির্বাহী ম্যাজিস্ট্রেট রেসলিনা পারভীন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রকাশ :মার্চ ১০, ২০২০ ৭:০৯ অপরাহ্ণ