১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০২

এশিয়ার শীর্ষ ধনীর মুকুট হারালেন মুকেশ আম্বানি

আন্তর্জাতিক ডেস্ক : চীনের ধনকুবের জ্যাক মা’র কাছে এশিয়ার শীর্ষ ধনীর মুকুট হারিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি মুকেশ আম্বানি।  বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ার পাশাপাশি স্টক মার্কেটে ধসের ঘটনায় আম্বানির এই ‘পতন’ বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

বিশ্ব অর্থনীতিকে ‘হুমকি’র মুখে ফেলে দেওয়া করোনাভাইরাসের কারণে সোমবার (০৯ মার্চ) স্টক মার্কেটে ‘ধপাস পতন’ হয়েছে।  দিনটিকে অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্টার ‘ব্ল্যাক মানডে’ হিসেবে অভিহিত করেছেন।  যদিও এরইমধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থা আইএমএফ চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়েও শঙ্কা প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার তেলের ও শেয়ারের দাম কমে যাওয়ায় মুকেশ আম্বানির সম্পদের মূল্য কমেছে ৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার।  যা তাকে এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে নামিয়ে এনেছে।  এ অবস্থায় ৪৪ দশমিক ৫ বিলিয়ন ডলার অর্থমূল্যের সম্পদ নিয়ে শীর্ষে ফিরে এসেছেন চীনভিত্তিক বহুজাতিক অনলাইনে পণ্যসেবা দেওয়া প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের প্রতিষ্ঠাতা জ্যাক মা।

একদিনে মুকেশ আম্বানির সম্পদের মূল্য ২০১৮ সালের মাঝামাঝিতে শীর্ষ ধনীর অবস্থানে থাকা জ্যাক মা’র চেয়ে ২ দশমিক ৬ বিলিয়ন ডলার কমে যাওয়ায় তার এ অবস্থান দাঁড়িয়েছে বলে খবরে বলা হয়েছে।

এছাড়া তেলের দাম নিয়ে এক সময়ের মিত্র রাশিয়ার সঙ্গে সৌদি আরব যুদ্ধে নামায় অপরিশোধিত তেলের দামে ব্যাপক ধস নেমেছে।

সোমবার মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপের শেয়ারর দাম ১২ শতাংশ পর্যন্ত কমে যায়। তবে আম্বানিই নয়, স্টক মার্কেট ওইদিন ধসের কারণে ‘সম্পদ’ নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিশ্বের আরো অনেক ধনকুবেরের। এ ‘পতন’ আম্বানির মতো আর কোন ধনকুবেরকে ‘শীর্ষের লড়াইয়ে’ ফেলে দেয় তা দেখার অপেক্ষা!

প্রকাশ :মার্চ ১০, ২০২০ ৫:৪৫ অপরাহ্ণ