সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিরোধ ও সতর্কতার অংশ হিসেবে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। যাতে করে শিক্ষার্থী ও শিক্ষপ্রতিষ্ঠানে কর্মরতরা নিরাপদে থাকতে পারেন।
মন্ত্রণালয় থেকে জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধথাকাকালীন ভার্চুয়াল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রমে জোর দেয়া উচিত। যাতে করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষা ক্ষেত্রে প্রভাব কম পড়ে।
সৌদি আরবের শিক্ষামন্ত্রী হামাদ বিন মোহাম্মদ আল শেখ জানিয়েছেন, প্রাথমিক সতর্কতার জন্যই এমন ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিদিন এবং সাপ্তাহিকভাবে পরিস্থিতি মূল্যায়ন করা হবে।
তবে এখনো পর্যন্ত দেশটির শিক্ষা প্রতিষ্ঠানে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়াহ। তিনি রবিবার বলেন, আল্লাহকে ধন্যবাদ, শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ করোনায় আক্রান্ত হননি। আমাদের ছেলেমেয়েদের সুরক্ষার কথা চিন্তা করেই শিক্ষামন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং সউদ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী গোলাম মোস্তফা ঢাকা টাইমসকে জানান, রবিবার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। প্রয়োজন না থাকলে বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে। কয়েকটি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নিবে বলে জানিয়েছে। তবে রিয়াদে তেমন কোনো জরুরি অবস্থার সৃষ্টি হয়নি। পরিবেশও স্বাভাবিক।