১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৪

কুড়িগ্রামে যুদ্ধাপরাধ মামলায় ১৩জন গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ১২জন ও রাজারহাট উপজেলায় ১ জনসহ মোট ১৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ ওলামাগঞ্জ গ্রামের তাহের উদ্দিনের ছেলে মাওলানা আকবর আলী (৯০), গোড়াই কল্যাণ গ্রামের মৃত মতিউল্যাহর ছেলে আব্দুর রহমান (৬২), গোড়াই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে নুরুল ইসলাম (৬৯), গোড়াই কল্যাণপাড়া গ্রামের মৃত বছিয়ত উল্যাহর ছেলে সোলায়মান আলী (৭০), গোড়াই কল্যাণ হাজীপাড়া গ্রামের মৃত আফান উল্যাহ ব্যাপারীর ছেলে ওছমান আলী (৭০), শ্যামপুর গ্রামের মৃত এরফান উদ্দিন সরকারের ছেলে ইসমাইল হোসেন (৬২), গোড়াই মাস্টারপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুর রহিম (৬৪), গোড়াই মিয়াজীপাড়া গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৬২), মালতিবাড়ি দিগর গ্রামের মৃত শমস উদ্দিনের ছেলে শেখ মফিজল হক, অনন্তপুর ডোবারপাড়া গ্রামের মৃত ডা. নাজিম উদ্দিনের পুত্র মাও. সাইদুর রহমান (৭০), অনন্তপুর সরকারপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে শাহজাহান আলী (৭০), শ্যামপুর গ্রামের মৃত এরফান আলীর ছেলে ইছাহাক আলী (৮০) ও রাজারহাট উপজেলার বালাকান্দি উত্তর নলকাটা গ্রামের মৃত শরফ উদ্দিনের ছেলে মকবুল হোসেন ওরফে মকবুল দেওয়ানী (৭০)।

পুলিশ জানায়, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইসিটি বিডি মিসকেস ১/২০২০ এর আওতায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হলে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টে উলিপুরে একটি যুদ্ধাপরাধ মামলায় উলিপুর ও রাজারহাট উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। আসামিরা মূলত যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত। আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোর্টে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

প্রকাশ :মার্চ ৮, ২০২০ ৬:১২ অপরাহ্ণ