১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৯

বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কা পরিবারের, মুক্তি দাবি

দেশজনতা অনলাইনঃ কারাবন্দি চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, ‘মানবিক কারণে এবং শরীরের অবস্থা বিবেচনা নিয়ে তাকে মুক্তি দেওয়া উচিত। এখন তার শরীরের যে অবস্থা, এরপর তাকে জীবিত অবস্থায় নিয়ে যেতে পারবো কিনা, জানি না!’
শনিবার (৭ মার্চ) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
মানবিক দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিমা ইসলাম বলেন, ‘আমরা চাচ্ছি সরকার মানবিক দিকটা বিবেচনা করে তাকে (খালেদা জিয়া) মুক্তি দিক। আমরা এটাই তাদের কাছে আবেদন করছি। এটাই আমাদের চাওয়া।’
তার মুক্তির জন্য জামিন আবেদন যে খারিজ হয়ে গেছে, বিষয়টি বেগম খালেদা জিয়া জানেন কিনা জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন, ‘তিনি সবই জানেন। এ বিষয়ে তিনি আর কী বলবেন!’
তিনি বলেন, ‘আগের মতোই বেগম খালেদা জিয়ার সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা। তার বাম হাত তো সম্পূর্ণ বেঁকে গেছে। এখন ডান হাতটাও বেঁকে যাচ্ছে। তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। খেতেও পারছেন না। খেলে বমি হয়ে যাচ্ছে। তার শরীর খুবই খারাপ।’ বেগম খালেদা জিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলেও দাবি করেন সেলিমা ইসলাম।
এর আগে বেলা ৩টায় বিএসএমএমইউয়ের হাসপাতালে কেবিন ব্লকে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান সেলিমা রহমানসহ তাদের ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার ও ভাগ্নে সামিয়া ইস্কান্দার। এসময় হাসপাতালের নিচে অপেক্ষায় ছিলেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
প্রকাশ :মার্চ ৭, ২০২০ ৬:২৫ অপরাহ্ণ