২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৪২

কুয়েত যেতে ‘করোনামুক্ত’ সনদ লাগবে না

দেশজনতা অনলাইনঃকুয়েত যেতে ‘করোনামুক্ত’ সনদ আর লাগছে না। এ সংক্রান্ত আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার (৬ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।
কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও হেড অব চেনসারি মোহাম্মদ আনিসুজ্জামান বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। এতে বলা হয়, বাংলাদেশসহ ১০টি দেশের নাগরিকদের কুয়েত প্রবেশে করোনা ভাইরাসমুক্ত মেডিক্যাল সার্টিফিকেট নেওয়ার বিষয়ে জারি করা নিয়ম কুয়েত সরকার বাতিল করেছে।মহাপরিচালক, কুয়েত সিভিল এভিয়েশন অফিসের এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের কুয়েতে প্রবেশে দেশ থেকে কোনও মেডিকেল সার্টিফিকেট সঙ্গে নিতে হবে না বলে নিশ্চিত করা হয়েছে।

প্রকাশ :মার্চ ৭, ২০২০ ৬:১১ অপরাহ্ণ